রাতে ভোটের কাজ হয়, আমরাও করিয়েছি: ইসিকে জাপা

আজ রবিবার সকালে রাজনৈতিক দলের সঙ্গে চলমান সংলাপের শেষ দিন ইসির সঙ্গে সংলাপকালে এমন মন্তব্য করেন দলটির মহাসচিব মজিবুল হক চুন্নু।

রাতে ভোটের কাজ হয়, আমরাও করিয়েছি: ইসিকে জাপা

প্রথম নিউজ, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ব্যালটবাক্স ভরার বিষয়টি প্রকারান্তরে স্বীকার করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানোর প্রস্তাব করছি। তাহলে রাতের বিষয়টি আর আসে না। রাতে কিন্তু কাজটা হয়। কী বলবো! এটা আমরাও করিয়েছি। হয় না- এটা ঠিক নয়।

বর্তমান নির্বাচন কাঠামোতে আল্লাহর ‘ফেরেশতা’ দিয়ে নির্বাচন করালেও ফেয়ার নির্বাচন সম্ভব নয় বলে মনে করে জাতীয় সংসদের বিরোধীদল জাতীয় পার্টি।

আজ রবিবার সকালে রাজনৈতিক দলের সঙ্গে চলমান সংলাপের শেষ দিন ইসির সঙ্গে সংলাপকালে এমন মন্তব্য করেন দলটির মহাসচিব মজিবুল হক চুন্নু। এ সময় আনুপাতিক হারে ভোট করার দাবি জানান তিনি। সংলাপে জাতীয় পার্টির পক্ষ থেকে ইসিকে শক্তিশালী করতে ভোটের সময় নির্দেশনা না মানলে আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন করার প্রস্তাব করা হয়।

সংলাপের শুরুতে মুজিবুল হক চুন্নু তাদের আমন্ত্রণ জানানোর কারণ সিইসির কাছে জানতে চান। চুন্নু বলেন, কী কারণে আমাদের ডেকেছেন? সিইসি জবাবে বলেন, নির্বাচনের পর যাতে আমাদের তীক্ষ্ণ সমালোচনা সইতে না হয়। কী করলে এমন নির্বাচন সম্ভব?

তখন চুন্নু বলেন, আচ্ছা, বর্তমান ব্যবস্থায় আল্লাহর ফেরেশতা দিয়ে নির্বাচন করালেও ফেয়ার নির্বাচন সম্ভব নয়। পরে সিইসি বলেন, তাহলে কী করতে হবে? জবাবে চুন্নু বলেন, কমিশন আইনের ১২৬ অনুচ্ছেদে পরিবর্তন আনা লাগবে। যাতে কমিশনের কথা না শুনলে কমিশন নিজেই শাস্তির বিধান করতে পারে। কারণ, এর আগে যতবার শাস্তির সুপারিশ করা হয়েছে, কেউই শাস্তি পায়নি। তখন সিইসি একটা সিস্টেম দাঁড় করানো উচিত বলে মন্তব্য করেন।

জাপার প্রস্তাব নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আনুপাতিক হারে ভোট করতে জাতীয় পার্টিকেই উদ্যোগ নিয়ে রাজনৈতিক ঐক্যমতে পৌঁছাতে হবে। জাতীয় পার্টির মহাসচিব বলেন, ক্ষমতাসীন দল যদি সহায়তা না করে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে কখনই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সংলাপে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী ভোটের জন্য বিশেষায়িত আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তাব করেন।

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৭ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। নিবন্ধিত ৩৯টি দলের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ২৬টি দল সংলাপে অংশ নেয়। আর দুটি দল নতুন সময় চেয়েছে। বিএনপিসহ নয়টি দল সংলাপ বর্জন করেছে। আওয়ামী লীগ ও সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে ইসির আজকের সংলাপের মধ্য দিয়ে ধারাবাহিক সংলাপ কার্যক্রম শেষ হচ্ছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom