ব্রডের অনন্য যত কীর্তি
প্রথম নিউ্রজ, ডেস্ক : অনেকটা আকস্মিক এক ঘোষণায় ক্রিকেট থেকে সরে যাবার ঘোষণা দিলেন ইংল্যান্ডের পেস বোলার স্টুয়ার্ট ব্রড। ৩৭ বছর বয়সেও টেস্ট ক্রিকেটে ইংলিশ বোলিং লাইনআপের অন্যতম বড় ভরসা ছিলেন তিনি। এমনকি চলতি অ্যাশেজেও ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন এই পেসার। সাদা বলের ক্রিকেটকে বিদায় বলেছেন অনেক আগেই। এবার লাল বলের ক্রিকেটকেও গুডবাই বলছেন তিনি।
২০০৬ সালে অভিষেকের পর থেকে ইংলিশ বোলিং লাইনআপের অবিচ্ছেদ্য অংশ ছিলেন ব্রড। বিদায়বেলায় তার রেকর্ডের ঝুলিটাও বেশ সমৃদ্ধ। ইংলিশ ক্রিকেটের ইতিহাসে সব ফরম্যাট মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ (৮৪৫) উইকেট আছে তার। অ্যাশেজের পঞ্চম টেস্টের শেষ ইনিংসে সংখ্যাটা আরও বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে তার সামনে।
সবমিলিয়ে পেসারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। তারচেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল পাকিস্তানের ওয়াসিম আকরাম (৯১৬), অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা (৯৪৯) এবং ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (৯৭৭)।
ক্রিকেটের সব ফরম্যাটে ৪ হাজারের বেশি রান এবং ৮০০ উইকেটের কীর্তি আছে কেবল ৪ জনের। তাদের মাঝে একজন স্টুয়ার্ট ব্রড। ক্রিকেটের এই এলিট ক্লাবের বাকিরা হলেন দক্ষিণ আফ্রিকার শন পোলক, পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন।