বাবার মৃত্যুবার্ষিকীর দিনই মা হারালেন আফজাল হোসেন

গতকাল (১৭ জুলাই) রাত ৮টায় মা মনুয়ারা খানম চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি... রাজিউন)।

বাবার মৃত্যুবার্ষিকীর দিনই মা হারালেন আফজাল হোসেন
মায়ের সঙ্গে আফজাল

প্রথম নিউজ,ঢাকা: বাবার মৃত্যুবার্ষিকীর দিনই মাকে হারালেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন। গতকাল (১৭ জুলাই) রাত ৮টায় মা মনুয়ারা খানম চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি... রাজিউন)।

তিনি রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আফজাল একই তারিখে এর আগে তার বাবা আলি আশরাফ হোসেনকে হারিয়েছেন।

ঢাকা থিয়েটারের সিনিয়র সদস্য কামাল বায়েজীদ মায়ের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘কয়েক দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আফজাল ভাইয়ের মা। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। তার কিডনি জটিলতাও ছিল।

জানা যায়, আজ (১৮ জুলাই) সাতক্ষীরা জেলার পারুলিয়া গ্রামে আফজাল হোসেনের মায়ের দাফন সম্পন্ন হবে। এর আগে ঢাকা ও সাতক্ষীরায় হবে জানাজা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom