বাবর আজমের ব্যাটে জয়ে ফিরল রংপুর

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ৭৯ রানে জিতেছে রংপুর। ১৮৪ রানের লক্ষ্যে ২১ বল বাকি থাকতেই ঢাকার ইনিংস থেমেছে ১০৪ রানে। 

বাবর আজমের ব্যাটে জয়ে ফিরল রংপুর

প্রথম নিউজ, খেলা ডেস্ক: বাবর আজম ও আজমতউল্লাহ ওমরজাইয়ের অলরাউন্ড নৈপুণ্যে জয়ে ফিরল রংপুর রাইডার্স। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭৯ রানে জয় পায় রংপুর। চার ম্যাচে রংপুরের এটা দ্বিতীয় জয়। অন্যদিকে তিন ম্যাচে ঢাকার এটা দ্বিতীয় হার। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ৭৯ রানে জিতেছে রংপুর। ১৮৪ রানের লক্ষ্যে ২১ বল বাকি থাকতেই ঢাকার ইনিংস থেমেছে ১০৪ রানে। 

এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচে লড়াকু ফিফটিতে রংপুর রাইডার্সকে জিতিয়েছিলেন বাবর আজম। পরের ম্যাচে দুই রানে আউট হলেও তৃতীয় ম্যাচে আবারও জ্বলে উঠলেন পাকিস্তানি তারকা ব্যাটার। শনিবার সিলেটে দুর্দান্ত ঢাকার বিপক্ষে টস হের ব্যাটিংয়ে নেমে বাবরের ফিফটিতে আট উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ গড়ে রংপুর। ওপেনিংয়ে নামা বাবর পাঁচ চার ও এক ছক্কায় ৪৬ বলে করেন ৬২ রান।

তৃতীয় উইকেটে অধিনায়ক নুরুল হাসানের (২৬) সঙ্গে গড়েন ৫০ রানের জুটি। শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাই ১৫ বলে ৩২ ও শামীম হোসেন আট বলে ১৭ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। ৩২ রানে তিন উইকেট নিয়ে ঢাকার সেরা বোলার আরাফাত সানি। টার্গেট তাড়া করতে নেমে ১৬.৩ ওভারে ১০৪ রানে অলআউট হয় দুর্দান্ত ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন অ্যালেক্স রোস। রংপুরের হয়ে ২ উইকেট নেন আজমত উল্লাহ। ৩ উইকেট নেন মেহেদি হাসান।