বাফুফের নিলামে হঠাৎ অস্থিরতা 

 বাফুফের নিলামে হঠাৎ অস্থিরতা 

প্রথম নিউজ, ডেস্ক : দেশের ক্রিকেট ও হকিতে আগে থেকেই খেলোয়াড়দের নিলামে তোলার অভিজ্ঞতা রয়েছে। আজ (শনিবার) থেকে প্রথমবারের মতো ফুটবলেও শুরু হয়েছে নিলাম। খেলোয়াড়দের নিলামের প্রক্রিয়া ভালোই চলছিল। পরবর্তীতে ষষ্ঠ খেলোয়াড় আজিজুল হক অনন্তর বিডিংয়ের সময় জটিলতা তৈরি হয়। 

ব্রাদার্স ইউনিয়ন প্রাথমিক মূল্য ৫ লাখে সবুজ বোর্ড ওঠায়। নিলামকারী (অকশনার) তখন অনন্তকে ব্রাদার্সের বলে ঘোষণা দেন। তখন মোহামেডানের সমর্থকরা চেচিয়ে উঠেন, ‘ঘোষণার আগেই মোহামেডান বোর্ড উঠিয়েছে আপনি (অকশনার) দেখেননি।’ তখনই সৃষ্টি হয় জটিলতা। 

অকশনার লাইভ দেখে বোঝার চেষ্টা করেন তিনি ঘোষণা দেওয়ার আগে মোহামেডান বোর্ড উঠিয়েছিল কিনা। ভিডিওতে সেটা না পাওয়ায় ব্রাদার্সের পক্ষেই তিনি সিদ্ধান্ত দেন। বিষয়টি মানতে না পেরে তখন নিলাম ত্যাগের সিদ্ধান্ত নেন মোহামেডানের কর্মকর্তারা। 

উত্তপ্ত পরিস্থিতিতে বাফুফে কর্মকর্তারা উভয় পক্ষকে শান্ত করেন। আজিজুল হক অনন্তর বিডিং স্থগিত করে পুনরায় করার সিদ্ধান্ত হয়। ব্রাদার্স এতে সম্মত হলেও মোহামেডানের সমর্থকরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে কেন প্রশ্ন ছোড়েন ব্রাদার্সের কর্মকর্তা মাসুম আলী।