বন্ধ ফ্ল্যাটের ফ্রিজে মিলল শিশু গৃহকর্মীর লাশ

শনিবার দুপুরে বাড়ির কেয়ারটেকারের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

বন্ধ ফ্ল্যাটের ফ্রিজে মিলল শিশু গৃহকর্মীর লাশ

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর কলাবাগানের ভূতের গলি এলাকার একটি বাসা থেকে এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক আট বছর। শনিবার দুপুরে বাড়ির কেয়ারটেকারের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) বিজন দাস জানান, ওই ফ্ল্যাটে এক নারী তার তিন বছর বয়সি শিশু সন্তানকে নিয়ে বাস করতেন। শুক্রবার তিনি হঠাৎ করে বাসায় তালা দিয়ে বেরিয়ে যান। শনিবার সকালেও তারা বাসায় ফেরেননি। পরে ফ্ল্যাটে গিয়ে ডাকাডাকি করেও কারো আওয়াজ পাওয়া যায়নি। বিষয়টি থানায় জানানো হলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে হাজির হয়। তারা ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতর প্রবেশ করে। পরে বাসা থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। 

নিহতের নাম ও পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। তবে ভবনের নিরাপত্তা প্রহরী পুলিশকে জানান, নিহত শিশু ওই ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করত। প্রতিবেশীদের কয়েকজন জানান, শিশুটিকে হত্যার পর মরদেহ ফ্রিজে রাখা হয়েছিল। পুলিশ এসে ফ্রিজ থেকে লাশ উদ্ধার করে। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়নি। 

কলাবাগান থানা পুলিশ জানায়, কেন শিশুটিকে হত্যা করা হলো তা জানার চেষ্টা চলছে। নিহতের নাম ঠিকানাসহ বিস্তারিত পরিচয় পাওয়া গেলে হত্যাকারী শনাক্ত করা সহজ হবে।