‘ইমরান খানের মামলায় ট্রায়াল কোর্ট ভুল করেছে’

‘ইমরান খানের মামলায় ট্রায়াল কোর্ট ভুল করেছে’

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইমরান খানের বিরুদ্ধে তোষাখানা মামলায় অতিরিক্ত জেলা ও সেশন জজ হুমায়ুন দিলওয়ার শাস্তি হিসেবে জেলের রায় দিয়েছেন। তিনি ভুল করেছেন বলে শুক্রবার মন্তব্য করেছেন ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারক আমির ফারুক। পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান তোষাখানা মামলার ওই রায়কে চ্যালেঞ্জ করে আইনজীবীদের মাধ্যমে আদালতে আপিল করেছেন। তার শুনানির সময় ওই মন্তব্য করেন বিচারক আমির ফারুক। অতিরিক্ত জেলা ও সেশন জজ হুমায়ুন দিলাওয়ারের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি করছেন বিচারক আমির ফারুক ও তারিক মেহমুদ জাহাঙ্গীর।

তবে অসুস্থতা দেখিয়ে শুক্রবারের শুনানিতে উপস্থিত হননি পাকিস্তান নির্বাচন কমিশনের আইনজীবী আমজাদ পারভেজ। পক্ষান্তরে তার সহকারী আইনজীবী বেঞ্চের কাছে শুনানি মুলতবি রাখার আহ্বান জানান। বলেন, গত আট মাস ধরে আমরা কখনো মুলতবি রাখার অনুরোধ করিনি। তিনি আরও জানান, আইনজীবী পারভেজকে বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ পর্যায়ে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, এখন এ মামলাটি গুরুত্বপূর্ণ অবস্থায় আছে। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে যুক্তিতর্ক শেষ করতে হবে। ট্রায়াল কোর্ট যা করেছে, আমরা তা করতে পারি না।