বাঁধ ভাঙনে ইঁদুরকে দুষলেন পাউবো কর্মকর্তা
সুনামগঞ্জ জেলায় ১২০ কোটি টাকায় ৫৩০ কিলোমিটার বাঁধের মধ্যে ১৩০টি ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে।
প্রথম নিউজ, ঢাকা: সুনামগঞ্জের শাল্লা উপজেলা হাওর রক্ষা প্রকল্প বাস্তববায়ন কমিটির তৈরি করা বাঁধ ভেঙে ঢুকছে পানি। জেলায় ১২০ কোটি টাকায় ৫৩০ কিলোমিটার বাঁধের মধ্যে ১৩০টি ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে। ফসল রক্ষা বাঁধ টিকিয়ে রাখতে স্থানীয় নারী-পুরুষ ও শিশুরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা বাঁধ ভাঙায় সব দোষ ইঁদুর-কাঁকড়ার ওপর চাপিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শাখা কর্মকর্তা আবদুল কাইয়ূম জানান, যে পানি আসছে এটা পুরনো কোনো গর্ত; বিশেষ করে এটা হতে পারে কাঁকড়ার বা ইঁদুরের গর্ত সেটা দিয়ে পানি ঢুকেছে। এখনো কোনো বাঁধ ভেঙে পানি ঢোকেনি।
সুনামগঞ্জের হাওর এলাকায় প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসি নির্মিত বাঁধ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগের শেষ নেই কমিটির বিরুদ্ধে। ২০১৭ সালে বাঁধ সংস্কারে ব্যাপক দুর্নীতির পর সরকার উপকারভোগী পাঁচজনকে নিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে বাঁধ নির্মাণ করছে।
কিন্তু দুর্নীতি-অনিয়ম অসহায় হাওরবাসীর পিছুই ছাড়ছে না। শাল্লার ২৪ কোটি টাকা ব্যয়ে একশ ৩৮ নম্বর পিআইসির ৮৭ কিলোমিটার বাঁধ সংস্কারে অভিযোগের শেষ নেই। এলাকাবাসী জানান, ২১ থেকে ২২ লাখ টাকার পিআইসিতে সেখানে কাজ করা হয়েছে মাত্র পাঁচ লাখ টাকার। যার কারণে সাধারণ মানুষের কষ্ট লাঘব হচ্ছে না।
সুনামগঞ্জের শাল্লার বাহাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু বলেন, টাকা আছে ১০ লাখ। এমনটা থাকলে তাকে ৫টা পিআইসি দেওয়া হবে। এ নিয়ে বাকবিতণ্ডা হয়েছে। দুঃখের বিষয় আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। পরে আমি হাইকোর্ট থেকে জামিন নিয়েছি।
সুনামগঞ্জ শাল্লা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাত্তার মিয়া বলেন, অনেকের জমি নেই তারা এর মালিক হচ্ছেন, আর যাদের জমি আছে তারা বঞ্চিত। অভিযোগের কথা স্বীকার করে তদন্ত চলছে বলে জানালেন সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব। তিনি বলেন, বাঁধের ওখানে কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। কিছু বিষয় তদন্ত করে প্রমাণিত হয়নি; আর কিছু বিষয়ে তদন্ত চলছে। জেলায় কমিটি করে দেওয়া হয়েছে। এটা তদন্ত করে সঠিক বিষয় জানা যাবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews