বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম নিউজ, বাঘাইছড়ি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে সুহামনি চাকমা (১১) নামের ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী পানিতে ডুবে মারা গেছে।

বুধবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটে।

বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শেফালী চাকমা পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনাটি নিশ্চিত করেন।
তিনি জানান, সুহামনি চাকমা মহিনি কুমার ও জোৎস্না আলো চাকমার মেয়ে। সে বিটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।