বিএনপির গণমিছিল শুরু, ১১ই জানুয়ারি সারাদেশে অবস্থান কর্মসূচি ঘোষণা
গণমিছিল থেকে যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
প্রথম নিউজ, ঢাকা: গণমিছিল থেকে যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১১ই জানুয়ারি সারাদেশে ৪ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। আজ বেলা ৩টায় রাজধানী নয়াপল্টন কার্যালয়ের সামনে গণমিছিল পূর্বসমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ১১ই জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘণ্টা এ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
এদিকে বেলা সাড়ে ৩টার দিকে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে গণমিছিল কর্মসূচি শুরু করেছে বিএনপি। মিছিলটি কাকরাইল, মালিবাগ, মৌচাক মোড় হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে। মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী গণমিছিলে অংশ নেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews