বিএনপি নেতা রবির মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ 

বিএনপি নেতা রবির মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ 

প্রথম নিউজ, ঢাকা : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ধানমন্ডি,কলাবাগান,নিউমার্কেট ও হাজারীবাগ বিএনপির নেতাকর্মীরা। 

শুক্রবার(২ জুন)সকালে মিছিলটি নয়াপল্টনস্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল,ফকিরাপুল মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।মিছিলটিতে নেতৃত্ব দেন বিএনপির 

সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।মিছিল থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির নি:শর্ত মুক্তির দাবিতে মূহুমুহু স্লোগান দেয়া দেয়।

মিছিলে মহানগর পূর্ব ছাত্রদলের আহবায়ক খালিদ হাসান জ্যাকি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আবুল খায়ের লিটন, জাহাঙ্গীর পাটোয়ারী, কলাবাগান থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু সাঈদ, ধানমন্ডি থানা বিএনপির নেতা শফিক ভূইয়া, কাবিল হায়দার চৌধুরী, রফিক ভূইয়া, আনাস হাওলাদার, হাজারীবাগ থানা বিএনপির হুমায়ুন আহমেদ, জাহাঙ্গীর, শিপলু, সুমন যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, টিপু, চঞ্চল, সুমন, মহিলা দল নেত্রী ফেরদৌসী, সাজেদা, শেপু ছাত্রদল নেতা সাব্বির আহমেদ, মো:মামুন, সাইফুল ইসলাম সেতু,রেজাউল করিম রাব্বি, ফারুকুজ্জামান জুয়েল, রবিন বকাউল, ইয়াছিন আরাফাত, পারভেজ আহমেদ, আবিদ, রফিক,সরিফুল ইসলাম মিলন,রানা মাদবর সানাা ঢাকা মহানগর দক্ষিণ জাসাস এর যুগ্ম আহবায়ক মাহফুজ কবিরসহ-ধানমন্ডি,কলাবাগান,নিউমার্কেট ও হাজারীবাগ বিএনপির হাজারো নেতাকর্মীরা অংশ নেন।