বিএনপি নেতা দুলুর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা চলবে: হাইকোর্ট

বুধবার (৩ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন

বিএনপি নেতা দুলুর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা চলবে: হাইকোর্ট

প্রথম নিউজ, ঢাকা : সাবেক এমপি ও উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিনের জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতকে মামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 

বুধবার (৩ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।


আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আসিফ হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তবে আবেদনকারীর পক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।


এর আগে ২০২০ সালের ১৬ নভেম্বর ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের নামে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ৯ কোটি ১ লাখ ৪ হাজার ৩০৮ টাকা জব্দ করার জন্য দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনটি ব্যাংকের ৪৯টি একাউন্ট জব্দের আদেশ দেন।

পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। সে আবেদনের শুনানি নিয়ে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর তার জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্ট কেন খুলে দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।