বিএনপি নেতা আনোয়ার-নাজমুলকে তুলে নেওয়ার অভিযোগ
প্রথম নিউজ, ঢাকা : শুক্রবার (৩ নভেম্বর) রাতে বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার ও ছাত্রদল নেতা নাজমুল আহসানকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শনিবার (৪ নভেম্বর) সকাল ৭টায় বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী এ তথ্য জানিয়েছে।
দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তেজগাঁওয়ের সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ারকে শুক্রবার (৩ নভেম্বর) রাতে ঢাকা থেকে আটক করা হয়েছে।
অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আহসানকে (সোহেল) শুক্রবার গভীর রাতে গোয়েন্দা পুলিশ উঠিয়ে নিয়ে গেছে।