বিএনপি অফিসের সামনে থেকে আটক ৩
আজ বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে তাদের পল্টন মডেল থানা পুলিশ আটক করে।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধের প্রথমদিন নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে তিনজকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে তাদের পল্টন মডেল থানা পুলিশ আটক করে।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবরোধের সমর্থনে বিএনপির কিছু সমর্থক পার্টি অফিসের সামনে এসে বিক্ষোভ করছিলেন। ধারণা করা হচ্ছে তারা নাশকতার উদ্দেশ্যে সেখানে জড়ো হন। পরে সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করা হয় এবং তিনজনকে আটক করা হয়।
তবে আটকদের নাম-পরিচয় জানাননি তিনি। আটকের পর থানায় নিয়ে তিনজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি সালাহ উদ্দিন মিয়া।
এদিকে মঙ্গলবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে রাজধানীর মিরপুর বেরিবাঁধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর রাত ৯টা ২৮ মিনিটে মিরপুর-১০ নম্বর এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন দেওয়া হয়। এসময় বিএনপির তিন নেতাকে আটক করে পুলিশ। তারা হলেন- হাফিজুর রহমান (৩৫), শহীদুল ইসলাম (২০) ও শামীম (৪৫)।