ফেসবুকে মানহানিকর মন্তব্য আম্পায়ার চিনুকে লিগ্যাল নোটিশ রকিবুলের
প্রথম নিউজ, ঢাকা : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর মন্তব্য করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যাচ রেফারি শওকাতুর রহমান চিনুকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান।
রোববার (২০ আগস্ট) রকিবুল হাসানের পক্ষে অ্যাডভোকেট আল মামুন রাসেল নোটিশটি পাঠিয়েছেন। নোটিশের অনুলিপি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও ও আম্পায়ারস কমিটির চেয়ারম্যানকেও পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, রকিবুল হাসান একজন স্বাধীনতা পদকপ্রাপ্ত সুধী (বাংলাদেশের সর্বোচ্চ সিভিল অ্যাওয়ার্ড)। তাকে নিয়ে ‘মানবতা আজ কোথায়’ নামে একটি পেজে ভিডিও পোস্ট দেওয়া হয়। পোস্টের হেডলাইন ছিল ‘চোর যখন নীতি বাক্য শুনায়’। এ ভিডিওটি সুব্রত চৌধুরী নামে এক ফেসবুক আইডি থেকে শেয়ার করা হয়। সেই পোস্টে কমেন্ট করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যাচ রেফারি শওকাতুর রহমান চিনু। তিনি কমেন্টে বলেন, ‘দাদা, এই লোকটার উত্থানের পেছনে তোমাদের অবদানই বেশি। উনি মুক্তিযোদ্ধা কখনো ছিলেন না! অথচ মিডিয়ার কল্যাণ এ ৫০ বছর পর বীর মুক্তিযোদ্ধাদের নাম? কি বিচিত্র এই দেশ! সেলুকাস....)।’
এই কমেন্টটি করা হয় গত ১৫ আগস্ট। এমন মিথ্যা ও অসৌজন্যমূলক মন্তব্যে তার (রকিবুলের) ব্যক্তি ও পেশাগত জীবনে অর্জিত সুনামের ক্ষতি করা হয়েছে। যা মিথ্যা তথ্য ও মানহানিকর তথ্য প্রচার ও প্রকাশ বিধায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ও ২৯ ধারার অপরাধ।
নোটিশে আরও বলা হয়, আপনার এই মন্তব্যটি দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে এবং জনসমক্ষে তার (রকিবুল) কাছে ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে এমন মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে হবে। তা না হলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।