ফরিদপুরে গণসমাবেশের মাঠে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ

সমাবেশকে কেন্দ্র করে সকাল ৯টা ৫০ মিনিট থেকে বন্ধ রাখা হচ্ছে সকল মোবাইল অপারেটরের উচ্চগতির ইন্টারনেট সেবা। এতে ভোগান্তিতে পড়েছেন নেতাকর্মীসহ সমাবেশ কভার করতে আসা সাংবাদিকরা।

ফরিদপুরে গণসমাবেশের মাঠে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ

প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুরের কোমরপুরে আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে আজ বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশকে কেন্দ্র করে সকাল ৯টা ৫০ মিনিট থেকে বন্ধ রাখা হচ্ছে সকল মোবাইল অপারেটরের উচ্চগতির ইন্টারনেট সেবা। এতে ভোগান্তিতে পড়েছেন নেতাকর্মীসহ সমাবেশ কভার করতে আসা সাংবাদিকরা।

সমাবেশের মাঠ ঘুরে দেখা গেছে, মাঠ ও মাঠ সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়ক লোকে লোকারণ্য। নেতাকর্মীদের অনেকে মাঠে পাটি বিছিয়ে বসে আছেন। বিভিন্ন এলাকার নেতাকর্মীরা দলে দলে স্লোগান দিয়ে মাঠে আসছেন।

সমাবেশে আসা মাদারীপুরের একটি ইউনিয়নের বিএনপির সভাপতি সাইদুল ইসলাম বলেন, রাতে এখানে ইন্টারনেটের গতি কম ছিল। সকালে ইন্টারনেট বন্ধ হওয়ায় বিপাকে পড়েছি। আমাদের যোগাযোগ এখন বেশির ভাগই সময় হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে হয়। কিন্তু ইন্টারনেট না থাকায় তা আর হচ্ছে না।

শরীয়তপুর থেকে সমাবেশের সংবাদ সংগ্রহ করতে এসেছেন সাংবাদিক সৈয়দ মেহেদী হাসান। তিনি বলেন, সকাল থেকে সাংবাদিকদের জন্য নির্ধারিত জায়গায় বসে আছি। হঠাৎ করেই ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় নিউজ পাঠাতে পারছি না। ইন্টারনেট সচল না হওয়া পর্যন্ত সমস্যার শেষ নেই।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom