ফের কারাগারে সালমান-আনিসুল-শাহজাহান-সাদেক
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফু্জ্জামানের আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

প্রথম নিউজ, অনলাইন: পৃথক দুই হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, সাদেক খান ও শাহজাহান খানকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফু্জ্জামানের আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। সকালে আনিসুল হক, শাহজাহান খান ও সালমান এফ রহমান এবং সাদেক খানকে আদালতে আনা হয়।