ফিফা প্রেসিডেন্টকে জুতা উপহার দিলেন নোরা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : ফাইনালের অনেক আগেই কাতার পৌঁছেছেন নোরা। গতকাল শনিবার তিনি সাক্ষাৎ করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে। তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে প্রেসিডেন্টকে কৃতজ্ঞতাস্বরূপ উপহার দেন এক জোড়া জুতা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই উপহারের ছবি শেয়ার করেন নোরা। সেখানে দেখা যায়, জিয়ান্নি ইনফান্তিনোকে এক জোড়া লাল জুতা উপহার দিয়েছেন নোরা। ফিফার আমন্ত্রণে পর্তুগাল বনাম মরক্কোর কোয়ার্টার ফাইনাল মাঠে বসে উপভোগ করেছেন নোরা। সাক্ষী হতে পেরেছেন মরক্কোর ঐতিহাসিক জয়ের। এ কারণে ফিফা প্রেসিডেন্টকে তিনি এই জুতা জোড়া উপহার দেন। জুতাটি ফিফা প্রেসিডেন্টের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই উপহার পেয়ে ফিফা প্রেসিডেন্ট খুব খুশি হয়েছেন এবং লাল বাক্সে মোড়া উপহারটি পছন্দ করেছেন। তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে উপহারের ছবি শেয়ার করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews