ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫
গত বুধবার দিবাগত রাতে ওই এলাকার জাহিদুলের ছেলে সাগর কুলিপট্টির বিমলের ছেলে প্রশান্ত (২৫) কে এলোপাতারি মারপিট করা হয়।
প্রথম নিউজ, গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ছোট বাচ্চাদের ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন ৫ জন। আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার বোনারপাড়া কুলিপট্টি নামকস্থানে ওই এলাকার আবুল হোসেনের পুত্র ইয়াসিন আরাফাত ও শহিদুলের পুত্র সৈকত (১০) গত মঙ্গলবার বিকালে মাঠে খেলছিল। সেই সময় ২ শিশুর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড়দের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।
পরের দিন ওই ঘটনার জের ধরে কুলিপট্টি মৃত মহেন্দ্রর ছেলে বাবু রায় (১৮) ও আবুল হোসনকেও মারপিট করা হয়। এর জের ধরেই গত বুধবার দিবাগত রাতে ওই এলাকার জাহিদুলের ছেলে সাগর কুলিপট্টির বিমলের ছেলে প্রশান্ত (২৫) কে এলোপাতারি মারপিট করা হয়। এ সময় মা মুন্ডুলী রানী (৬৫) ও বাবা বিমল চন্দ্র এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে সটকে পড়ে তারা।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এর মধ্যে প্রশান্ত ও আবুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।