ফুটপাতে খাবার বিক্রি বন্ধ চেয়ে ১০ আইনজীবীর আইনি নোটিশ

বৃহস্পতিবার জনস্বার্থে দেশের ১০ আইনজীবীর পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন নোটিশটি প্রেরণ করেন। 

ফুটপাতে খাবার বিক্রি বন্ধ চেয়ে ১০ আইনজীবীর আইনি নোটিশ
ফুটপাতে খাবার বিক্রি বন্ধ চেয়ে ১০ আইনজীবীর আইনি নোটিশ

প্রথম নিউজ, অনলাইন : রাজধানীর বিভিন্ন হাসপাতাল, স্কুল-কলেজ, মার্কেটের সামনেসহ ফুটপাতের পাশে নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর মুখরোচক খাবার বিক্রি বন্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই প্রধান নির্বাহী কর্মকর্তাসহ মোট সাতজনকে নোটিশটি প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার জনস্বার্থে দেশের ১০ আইনজীবীর পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন নোটিশটি প্রেরণ করেন। 

নোটিশ প্রেরণকারী ১০ আইনজীবী হলেন- সুপ্রিমকোর্টের আইনজীবী শাম্মী আক্তার, ঢাকা জজকোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান, মো. হাসান মিলু, আবিদ হোসেন, ইমরান হোসেন, জাহিদ হাসান ফাহাদ, এটিএম রেজাউন, শাহেন শাহ, মো. আরশাদ আলী এবং মো. সুমন হোসেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: