ফকিরাপুলে রাস্তায় মিলল অজ্ঞাত নারীর মরদেহ

সোমবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ফকিরাপুলে রাস্তায় মিলল অজ্ঞাত নারীর মরদেহ

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর ফকিরাপুলে রাস্তা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর। তবে নাম পরিচয় জানা যায়নি।
সোমবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে মতিঝিল থানাধীন ফকিরাপুল মালেক সাহেবের গলি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং সেই এলাকাতেই ঘুরাফেরা করতেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। মরদেহটি ঢাকা মেডিকেল মর্গে রাখা আছে।