রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (০১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে, রোববার (৩১ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রায়েরবাগ ফুটওভার ব্রিজের ২০০ গজ পূর্বে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান আলী জানান, রাতে হেঁটে সড়ক অতিক্রম করার সময় যে কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরনে ছিল কালো ফুল শার্ট, কালো ট্রাউজার।