পশ্চিমাদের আনুকূল্য ছাড়া অচল শি জিনপিং: রিপোর্ট

এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে পলিসি রিসার্চ গ্রুপ (পোরেগ)।

পশ্চিমাদের আনুকূল্য ছাড়া অচল শি জিনপিং: রিপোর্ট
পশ্চিমাদের আনুকূল্য ছাড়া অচল শি জিনপিং: রিপোর্ট
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: পশ্চিমাদের আনুকূল্য ছাড়া নতুন কোনো পররাষ্ট্রনীতি হাতে নিতে পারছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে পলিসি রিসার্চ গ্রুপ (পোরেগ)। খবর এএনআইয়ের। পোরেগের ওই প্রতিবেদনটির দাবি- যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক ঠিক না করা পর্যন্ত নেতৃত্ব নিয়ে দোলাচলে থাকবেন শি জিনপিং। সম্প্রতি চীন-মার্কিন সম্পর্ক মারাত্মক বৈরী আকার ধারণ করেছে। আর এ সম্পর্ক ঠিক করতেও কেউ এগিয়ে আসছে না।

করোনা চলাকালে চীনে শি জিনপিংয়ের নেতৃত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। ব্যাপক বিক্ষোভের মুখে অনেকেই শি জিনপিংয়ের পতন দাবি করেছিল। গ্রাম থেকে শহরের বহু মানুষ মাঠে নেমেছিল তখন। জিরো-কোভিড নীতির কারণে চীনের অর্থনীতিও ব্যাপক ধাক্কা খেয়েছিল। 

বর্তমানে করোনাপরবর্তী অর্থনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে চীন। দ্রুত বেশ কিছু নীতিমালা ঘোষণা করবে শি চিনপিং। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক ব্যতীত বেশিদূর এগোতে পারবে না চীন, বলছে পোরেগ। 

এদিকে চীনের স্থানীয় গণমাধ্যম শি জিনপিংয়ের প্রশংসায় পঞ্চমুখ। সিঙ্গাপুর পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে- দিন দিন চীনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন শি জিনপিং। মাও জে ডং ও দেং জিয়াওপিং এর পাশে নিজেকে তুলে ধরতে সব বন্দোবস্ত করেছেন শি জিনপিং। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: