পশ্চিমাদের আনুকূল্য ছাড়া অচল শি জিনপিং: রিপোর্ট
এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে পলিসি রিসার্চ গ্রুপ (পোরেগ)।
করোনা চলাকালে চীনে শি জিনপিংয়ের নেতৃত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। ব্যাপক বিক্ষোভের মুখে অনেকেই শি জিনপিংয়ের পতন দাবি করেছিল। গ্রাম থেকে শহরের বহু মানুষ মাঠে নেমেছিল তখন। জিরো-কোভিড নীতির কারণে চীনের অর্থনীতিও ব্যাপক ধাক্কা খেয়েছিল।
বর্তমানে করোনাপরবর্তী অর্থনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে চীন। দ্রুত বেশ কিছু নীতিমালা ঘোষণা করবে শি চিনপিং। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক ব্যতীত বেশিদূর এগোতে পারবে না চীন, বলছে পোরেগ।
এদিকে চীনের স্থানীয় গণমাধ্যম শি জিনপিংয়ের প্রশংসায় পঞ্চমুখ। সিঙ্গাপুর পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে- দিন দিন চীনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন শি জিনপিং। মাও জে ডং ও দেং জিয়াওপিং এর পাশে নিজেকে তুলে ধরতে সব বন্দোবস্ত করেছেন শি জিনপিং।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: