প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

 প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর লালবাগে ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাসান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওই ব্যক্তির ছেলে সালমান জানান, তার বাবা লালবাগ ইসলামবাগের এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যান। পরে খবর পেয়ে দ্রুত অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলা নগরকান্দা থানা জুংগুরদী এলাকায়। লালবাগের শহীদ নগর এলাকার ৩৩/এ নম্বর বাসায় থাকেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।