প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য মহিলা দলের সম্পাদক সুলতানার বিরুদ্ধে প্রতিবেদন৫ মে

প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য মহিলা দলের সম্পাদক সুলতানার বিরুদ্ধে প্রতিবেদন৫ মে
প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য মহিলা দলের সম্পাদক সুলতানার বিরুদ্ধে প্রতিবেদন

প্রথম নিউজ, ঢাকা : মহিলা দলের সম্পাদক সুলতানার বিরুদ্ধে প্রতিবেদন ২৫ মে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ মে দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরি নতুন দিন ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম। 

এর আগে গত বছরের ৬ নভেম্বর রাজধানীর পল্টন থানায় সুলতানা আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। ওইদিন সকালে গুলশানের বাসা থেকে মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার করে র‍্যাব।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: