পর্দা উঠল ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের

উৎসবের ৭৬তম আসরের পোস্টারে স্থান পেয়েছেন ফরাসি অভিনেত্রী ক্যাথেরিন ড্যুনোভ।

পর্দা উঠল ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: সারা বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে ঘটবে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা। গতকাল (১৬মে) পর্দা উঠেছে কান উৎসবের। উৎসবের মূলভবন পালে দে ফেস্টিভ্যালে টানানো হয়েছে ঢাউস সাইজের অফিসিয়াল পোস্টার।

উৎসবের ৭৬তম আসরের পোস্টারে স্থান পেয়েছেন ফরাসি অভিনেত্রী ক্যাথেরিন ড্যুনোভ। এবার কান উৎসবের উদ্বোধনী আসরে সম্মানজনক পাম দ’র পুরস্কার পেয়েছেন মার্কিন অভিনেতা-প্রযোজক মাইকেল ডগলাস। এই সম্মাননা গ্রহণ করতে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন ডগলাস। উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ফ্রান্সের মাই ওয়েন পরিচালিত ও হলিউড তারকা জনি ডেপ অভিনীত ‘জিয়েন দ্যু ব্যারি’।

এবারের উৎসবে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ৬২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ৪টি প্রামাণ্যচিত্র এবং ১টি টিভি সিরিজ। উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় লড়বে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি প্রামাণ্যচিত্র। আঁ সেঁর্তা রিগা শাখায় থাকছে ২০টি চলচ্চিত্র, প্রতিযোগিতার বাইরে ৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি টিভি সিরিজ, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ৭টি এবং স্পেশাল সেশনস শাখায় রাখা হয়েছে ৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৩টি প্রামাণ্যচিত্র। এবার অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ভারতের ৩টি সিনেমা। মিডনাইট স্ক্রিনিংয়ের জন্য নির্বাচিত হয়েছে অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’। ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে দেখানো হবে কানু বেহল নির্মিত ‘আগ্রা’। এ ছাড়া কান ক্লাসিকসে প্রদর্শিত হবে আরিবাম স্যাম শর্মার ‘ইষানৌ’।

এবার অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের কোনো সিনেমা না থাকলেও বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রিমিয়ার হবে অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা ‘মা’। ৭৬তম কান উৎসবের প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন সুইডিশ পরিচালক রুবেন অস্টল্যান্ড। ২৭ মে উৎসব শেষ হবে পিটার সোহনের ‘এলিমেন্টাল’ সিনেমা দেখিয়ে। সমাপনী দিনে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামবে উৎসবটির।