পপ তারকা রিয়ানা দ্বিতীয় সন্তানের মা হলেন
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বিশ্বনন্দিত পপ তারকা রিয়ানা সবকিছু গুছিয়ে গত কয়েক বছরে সংসারে মন দিয়েছেন রিয়ানা। গত বছর মে মাসে প্রথম সন্তানের জন্ম দেন পপ তারকা। চলতি বছরের শুরুর দিকেই রিয়ানার দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। শোনা যাচ্ছে, সম্প্রতি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এক পুত্রের পর এবার নাকি রিয়ানা কোলে এসেছে কন্যাসন্তান।
দিন কয়েক আগেই নাকি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন রিয়ানা। সন্তানের জন্মের সময় তার পাশে ছিলেন তার প্রেমিক র্যাপ্যার এসাপ রকি। ঘনিষ্ঠ সূত্রের খবর, রিয়ানার মেয়ে নাকি একেবারেই তার মায়ের মতো দেখতে হয়েছে। যদিও সন্তানের ছবি এখন-ই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন না বলেই ধারণা গায়িকার অনুরাগীদের।
চলতি বছরের প্রথম দিকে আমেরিকার এক ফুটবল অনুষ্ঠানের (সুপার বোল) মঞ্চে পারফর্ম করেছিলেন রিয়ানা। সেই অনুষ্ঠানের মঞ্চেই প্রকাশ্যে আসে পপ তারকার দ্বিতীয় বার সন্তানসম্ভবা হওয়ার খবর। মঞ্চে গান গাওয়ার সময় লাল পোশাকেই স্পষ্ট হয়েছিল রিয়ানার বেবিবাম্প।
তারপরে একাধিক সাক্ষাৎকারে মাতৃত্বের অভিজ্ঞতার কথাও বলেছেন তারকা। ২০২০ সাল থেকে র্যাপার এসাপ রকির সঙ্গে সম্পর্কে রয়েছেন রিয়ানা। ২০২২ সালের ১৩ মে ভূমিষ্ঠ হয় যুগলের প্রথম সন্তান। তার এক বছর পরেই দ্বিতীয় সদস্যের আগমন রিয়ানা ও এসাপের পরিবারে।