পাটগ্রামে রাবার ড্যামে গোসলে নেমে দুই তরুণের মৃত্যু
প্রথম নিউজ, লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রাবার ড্যামে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে পাটগ্রাম পৌরসভার ব্যাঙকান্দা এলাকার রাবার ড্যামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো, পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ জুম্মাপাড়া এলাকার রাফসান (১৪) ও মিশকাত (১৪)।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, পৌরসভার ব্যাঙকান্দা এলাকায় রাবার ড্যামে গোসল করতে যায় রাফসান ও মিশকাত। এ সময় হঠাৎ স্রোতে তারা ডুবে যায়। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।