পাকিস্তানি যুবক চার হাজার কিলোমিটার হেঁটে হজে গেলেন
২০২২ সালের অক্টোবরে তার নিজ শহর ওকারা থেকে ছয় মাসের যাত্রা শুরু করে, পাকিস্তান, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্য দিয়ে অবশেষে পবিত্র শহর মক্কায় পৌঁছান আরশাদ।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : স্বপ্ন পায়ে হেঁটে মক্কায় পৌঁছানো। আর তাই একটি ছাতা এবং একটি ব্যাগ সঙ্গে নিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিলেন পাকিস্তানি ছাত্র উসমান আরশাদ। ২০২২ সালের অক্টোবরে তার নিজ শহর ওকারা থেকে ছয় মাসের যাত্রা শুরু করে, পাকিস্তান, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্য দিয়ে অবশেষে পবিত্র শহর মক্কায় পৌঁছান আরশাদ। তিনি রয়টার্সকে বলেছেন, 'প্রত্যেক মুসলিম তাদের জীবনে একবার মক্কায় আল্লাহ ঘর পবিত্র কাবা শরীফ এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর মসজিদ দেখতে চায়। আমারও এই দুটি জায়গায় পায়ে হেঁটে যাওয়ার ইচ্ছা ছিলো।’ যদিও তার মূল পরিকল্পনা ছিল পাকিস্তান থেকে ইরান, ইরাক, কুয়েত এবং তারপর সৌদি আরবে হেঁটে যাওয়া। ভিসা প্রাপ্তির সমস্যার কারণে এই হজযাত্রীকে তার যাত্রার পথ পরিবর্তন করতে হয়েছিল। ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতে একটি নৌকা ভ্রমণের কারণে তার পায়ে চলার সংকল্প কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল।
তার যাত্রার সময়, আরশাদ তার ইরাকি ভিসা প্রত্যাখ্যান, খারাপ আবহাওয়া এবং ঘুমের সমস্যার সম্মুখীন হয়েছিল, কিন্তু কোনো চ্যালেঞ্জই আরশাদের মনোবল টলাতে পারেনি। তার পিঠে একটি ব্যানারে লেখা ছিলো ‘ওকারা থেকে মক্কা-পায়ে হেঁটে হজ যাত্রা,’ ২৫ বছর বয়সী ছাত্রটি চলার পথে এমন অনেক মানুষের সংস্পর্শে আসেন যাঁরা তাঁকে উৎসাহিত করেছিলেন। "বেশ কয়েকবার, এমন রাস্তার ওপর দিয়ে তাঁকে যেতে হয়েছে যেখানে কোনও শহর বা গ্রাম ছিল না, কিন্তু তিনি ভয় পেয়ে পিছিয়ে আসেননি। নিজের নীতির ওপর অবিচল ছিলেন।
পবিত্র হজ বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি, প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান এতে অংশগ্রহণ করেন। সূত্র: জিও টিভি