পাকিস্তানে জ্বালানি কেন্দ্রে সন্ত্রাসী হামলা, ৪ পুলিশসহ নিহত ৬

পাকিস্তানে একটি জ্বালানি কেন্দ্রে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন

পাকিস্তানে জ্বালানি কেন্দ্রে সন্ত্রাসী হামলা, ৪ পুলিশসহ নিহত ৬

 প্রথম নিউজ, ডেস্ক : পাকিস্তানে একটি জ্বালানি কেন্দ্রে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন পুলিশ সদস্য। মঙ্গলবার (২৩ মে) উত্তর-পশ্চিম পাকিস্তানে এই সন্ত্রাসী হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা মঙ্গলবার উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলন কেন্দ্রে হামলা চালিয়ে চার পুলিশ এবং দুই ব্যক্তিগত গার্ডকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।


পুলিশ কর্মকর্তা ইরফান খান বলেছেন, আফগান সীমান্তের কাছে হাঙ্গু জেলায় এমওএল পাকিস্তান তেল ও গ্যাস কোম্পানির একটি কারখানায় ৫০ জন জঙ্গি হামলা চালায়। আর এতেই প্রাণহানির ওই ঘটনা ঘটে।

কোনো গোষ্ঠী অবশ্য হামলার দায় স্বীকার করেনি। এছাড়া হামলার বিষয়ে জানতে কোম্পানির সঙ্গে ইমেইলে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, পাকিস্তানি তালেবানসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠী বছরের পর বছর ধরে পাকিস্তানের উত্তর-পশ্চিমের দুর্গম পাহাড়ে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।


নিজেদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে এসব জঙ্গিগোষ্ঠী পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং অবকাঠামোর ওপর আক্রমণ চালিয়ে থাকে।