নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে প্রাইভেটকার

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে প্রাইভেটকার
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে প্রাইভেটকার

প্রথম নিউজ, কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক প্রাইভেটকার উল্টে পুকুরে পড়ে গেছে। তবে এ ঘটনায় যাত্রী ও প্রাইভেটকারচালকের কোনো ক্ষতি হয়নি।সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। মনির নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎই প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এরপর সেখানে উপস্থিত লোকজনকে সঙ্গে নিয়ে গাড়ি থেকে যাত্রী ও চালকে উদ্ধার করি। এ ঘটনায় কারও কোনো ক্ষতি হয়নি। গাড়িটি এখনো পুকুরেই পড়ে আছে। তবে উল্টা পথে আসা এক বাইকে রক্ষা করতে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানায় প্রাইভেটকারের চালক। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom