নিষ্প্রভ রোনালদো, তবু জিতলো ম্যান ইউ

ক্রিশ্চিয়ানো রোনালদো থাকলেন নিজের ছায়া হয়ে

নিষ্প্রভ রোনালদো, তবু জিতলো ম্যান ইউ
নিষ্প্রভ রোনালদো, তবু জিতলো ম্যান ইউ-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো থাকলেন নিজের ছায়া হয়ে। তবু জয় নিয়ে মাঠ ছাড়লো ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে মার্কাস র‌্যাশফোর্ডের একমাত্র গোলে নিজেদের মাঠে ১-০ ব্যবধানে জিতেছে ম্যান ইউ।

এ জয়ের মাধ্যমে ১২ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে এরিক টেন হাগের দল। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম আছে ১৩তম স্থানে।

খেলা শুরু থেকেই বল নিয়ন্ত্রণ করে আক্রমণ করার চেষ্টায় মরিয়া থাকে ইউনাইটেড। ১৫তম মিনিটে রোনালদোর দূরপাল্লার শট সরাসরি হাতে চলে যায় গোলরক্ষকের গ্লাভসে। এর সময় পর র‌্যাশফোর্ড হেড দিলে তারও একই অবস্থা হয়।

তবে ম্যাচে জয়সূচক গোলটি চলে আসে ৩৮তম মিনিটেই। কাঁধ দিয়ে বল নামিয়ে মধ্য মাঠের খেলোয়াড় ক্রিশ্চিয়ান এরিকসন বাড়ান দূরের পোস্টে থাকা র‌্যাশফোর্ডকে। তাকে একটি ডিফেন্ডার মার্ক করে রাখলেও অনেকখানি লাফিয়ে উঠে হেডে বলটি জালে জড়ান এই ফরোয়ার্ড। এ গোলের মাধ্যমে রেড ডেভিলসদের হয়ে ব্যক্তিগত গোলের ‘সেঞ্চুরি’ পূরণ করেছেন র‌্যাশফোর্ড।

দ্বিতীয়ার্ধেও ইউনাইটেডের পারফরম্যান্সে তেমন কোনো উন্নতি হয়নি। দুর্বল ও লক্ষ্যভ্রষ্ট শটে হতাশা বাড়াতে থাকে রেড ডেভিলসরা। ৬৪তম মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর প্রচেষ্টা ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়।

খেলার ৮২ ও ৮৪ তম মিনিটে পর পর দুটি অসাধারণ সেভ করেন ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া। দুটি নিশ্চিত সুযোগ ভেস্তে যাওয়ায় ইউনাইটেডের সাবেক ও বর্তমানে ওয়েস্ট হ্যাম কোচ ডেভিড ময়েসের চোখে-মুখে তীব্র হতাশা ফুটে ওঠে।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ইউনাইটেডের রক্ষণে চাপ দেয় ওয়েস্ট হ্যাম, কিন্তু তাতেও গোল পায়নি দলটি। শেষ পর্যন্ত নিজেদের মাঠে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom