নাশকতার দুই মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীর কারাদণ্ড
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর মিরপুর ও হাজারীবাগ থানার নাশকতার দুই মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রায় ঘোষণা করেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে ৫৩ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
এর মধ্যে ২০১৮ সালের রাজধানীর মিরপুর মডেল থানার নাশকতার এক মামলায় বিএনপির ৮ নেতাকর্মীকে পৃথক দুই ধারায় আড়াই বছরের কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— ইমরান, আ. কুদ্দুস, মিজানুর রহমান, আসিফ হোসেন রানা, আমির হোসেন, কামরুল ইসলাম, আক্তার হোসেন ও মানিক দত্ত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় দুই জনকে খালাস প্রদান করেন বিচারক।
রায়ে দণ্ডবিধির এক ধারায় ৮ আসামির প্রত্যেকের ছয় মাস করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আরেক ধারায় প্রত্যেকের দুই বছর করে সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে উল্লেখ করেন আদালত।
জানা যায়, বেআইনি সমাবেশ ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগ ২০১৮ সালের নভেম্বর মাসে মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করে পুলিশ।
এদিকে ২০১০ সালে রাজধানীর হাজারীবাগ থানার নাশকতার এক মামলায় বিএনপির ৬ জনকে দেড় বছর কারাদণ্ড দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবীর। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আব্দুল লতিফ, আজিজ, সানাউল্লাহ, হাসু মিয়া, হাসু ও আবুল খায়ের ওরফে লিটন।
দণ্ডবিধির পৃথক দুই ধারায় তাদের এ কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫১ জনকে খালাস দিয়েছেন আদালত।
২০১০ সালের নভেম্বর মাসে হাজারীবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।