নারায়ণগঞ্জ-৪ আসনে সুপ্রিম পার্টির প্রচারণায় হামলা, প্রার্থীসহ আহত ৬

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ফতুল্লার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।

নারায়ণগঞ্জ-৪ আসনে সুপ্রিম পার্টির প্রচারণায় হামলা, প্রার্থীসহ আহত ৬

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী সেলিম আহমেদের প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এতে প্রার্থী সেলিমসহ ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ফতুল্লার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।

হামলার শিকার সেলিম আহমেদ লিবারেল ইসলামিক জোটের শরিক বাংলাদেশ জনদলের (বিজেডি) মহাসচিব। তিনি জোটের শরিক দল সুপ্রিম পার্টির দলীয় প্রতীক ‘একতারা’ নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমান।

হামলার শিকার সেলিম বলেন, শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার কাঠেরপুল এলাকায় নেতাকর্মীদের নিয়ে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করছিলাম। এসময় আমাদের ওপর অতর্কিত হামলা হয়। আবজাল মিয়া ও তার ছেলে ইমরানসহ কমপক্ষে ২৫ জনের একটি দল হামলায় অংশ নেয়। তারা প্রথমে আমাদের লিফলেট বিতরণে বাধা দেয়। পরে প্রতিবাদ করলে তারা আমাদের মারধর করে। আমি বাধা দিলে আমাকেও মারধর করে। হামলায় আমিসহ ছয়জন আহত হয়েছি। হামলাকারী ইমরানসহ অন্যরা যুবলীগের কর্মী বলে জানতে পেরেছি। ইতোমধ্যে ঘটনাটি পুলিশকে জানিয়েছি। 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীদের পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হামলাকারীরা যে দলেরই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমান ছাড়াও আরও সাতজন প্রার্থী রয়েছেন। তবে শক্তিশালী প্রার্থী না থাকায় এ আসনে ভোটের সমীকরণ শামীম ওসমানের জন্য অনেকটা সহজ।