নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদরের ইসদাইল এলাকায় একটি নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে নিচে পড়ে মো. রবিউল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ডালিম (২৭) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী হারুন মিয়া বলেন, আমরা সকালে নির্মাণাধীন ভবনের পাঁচতলায় কাজ করছিলাম। এ সময় অসাবধানতাবশত হঠাৎ দুই শ্রমিক নিচে পড়ে আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বিকেল ৩টায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে রবিউল ইসলামকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং আহত ডালিমের হাসপাতালে চিকিৎসা চলছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।