নিরপেক্ষ ভোটের পরিবেশ চাই: চুন্নু
শুক্রবার কাওরানবাজারে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
প্রথম নিউজ, অনলাইন : জাতীয় পার্টি কোনো হানাহানি চায় না, নিরপেক্ষ ভোটের পরিবেশ চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। শুক্রবার কাওরানবাজারে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। মুজিবুল হক বলেন, সমস্ত দল, বিশেষ করে বড় দুই দল দেশের মানুষের মৌলিক সুবিধা দেয়ার চিন্তা করে না। ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল ও পিজি হাসপাতালে গেলেই দেখবেন মানুষ চিকিৎসার জন্য সিটের অভাবে বাথরুম, বারান্দা, মাঠে অমানবিক অবস্থায় শুয়ে আছেন। আমরা দেশের উন্নয়ন করছি, মাটির উপরে ও নিচে রাস্তা করছি কিন্তু মানুষের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারলাম না।
তিনি বলেন, মানুষের মৌলিক সুবিধা নিয়ে জাতীয় পার্টি চিন্তা করে। আগামী দিনে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারলে মানুষের মৌলিক চাহিদা পুরণ করবে। সমস্ত মানুষের মৌলিক সুবিধা নিশ্চিত করতে হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে দেশকে কয়েকটি প্রদেশে ভাগ করা দরকার বলেও জানান তিনি। তিনি আরও বলেন, আমরা এদেশের মানুষের ভালো চাই। এদেশের মানুষকে অর্থনৈতিক ও সম্পদের বৈষম্য থেকে মুক্তি দিতে চাই। এছাড়া মানুষ যেন দেশের সম্পদ বিদেশে না নিয়ে যায়, সেই পরিবেশও তৈরি করতে চাই।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: