নেপালে উপ-প্রধানমন্ত্রীসহ ৪ মন্ত্রীর পদত্যাগ, টালমাটাল রাজনীতি
দেশটিতে আগামী ৯ই মার্চ তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: শনিবার পদত্যাগ করেছেন নেপালের উপ-প্রধানমন্ত্রী রাজেন্দ্র লিঙডেন এবং অন্য তিন মন্ত্রী। এর ফলে সেখানে যে জোট সরকার ক্ষমতায় তা টালমাটাল হয়ে পড়েছে। স্থানীয় মিডিয়াকে উদ্ধৃত করে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, শুক্রবার প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল বলেছেন, তিনি আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে জোটপ্রার্থী কমিউনিস্ট ইউনিফায়েড মার্কসিস্ট লেনিনিস্ট (ইউএমএল) পার্টির প্রার্থীকে সমর্থন দেয়ার পরিবর্তে সমর্থন দেবেন বিরোধী দল নেপালি কংগ্রেস পার্টির প্রার্থী রাম চন্দ্র পাউডেলকে। এর প্রেক্ষিতে জোটে ফাটল ধরে। উপ-প্রধানমন্ত্রী এবং অন্য তিন মন্ত্রী পদত্যাগ করেন।
বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক সমস্যায় পড়বেন বলে মনে হয় না। তবে এতে নতুন একটি জোট গঠনের উদ্যোগ নেয়া হবে। উপ-প্রধানমন্ত্রী রাজেন্দ্র ছিলেন বিদ্যুৎ, পানিসম্পদ, সেচ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে। তিনি প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার পদত্যাগ করেন। তিনি বলেছেন, আমরা যে জোটের অধীনে সরকারে যোগ দিয়েছিলাম, তা আর টিকে নেই। সরকারে অব্যাহতভাবে থাকা তাদের জন্য এখন আর যথার্থ নয়। তবে তাদের এসব পদত্যাগপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি।
দেশটিতে আগামী ৯ই মার্চ তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। প্রকাশ জাওয়ালা নামের স্থানীয় একজন নেতা কাঠমান্ডু পোস্টকে বলেছেন, শুক্রবার সন্ধ্যায় একটি এজেন্ডাকে কেন্দ্র করে বৈঠক আহ্বান করেছিলেন প্রধানমন্ত্রী। তা হলো কাকে প্রেসিডেন্ট পদ দেয়া যায়। এই পদটি কংগ্রেসকে দেয়া হবে তার এ প্রস্তাব আমরা মেনে নেই।
অন্যদিকে স্থানীয় মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে, রামচন্দ্র পাউডেল শনিবার প্রেসিডেন্ট পদে আবেদন করেছেন। দেশটিতে সংসদ নির্বাচন হয়েছে নভেম্বরে। কিন্তু কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ জন্য পুষ্প কমল দাহালের নেতৃত্বে গঠিত হয় জোট সরকার।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: