নতুন কিউরেটর নিয়োগ দিল বিসিবি

আজ সোমবার (১৬ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবি।

নতুন কিউরেটর নিয়োগ দিল বিসিবি

প্রথম নিউজ, ঢাকা: নতুন কিউরেটর নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ান টনি হেমিং। দুই বছরের চুক্তিতে বিসিবির সাথে যুক্ত হয়েছেন তিনি। আজ সোমবার (১৬ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবি।

সম্প্রতি দেশের ক্রিকেট এগিয়ে নেয়ার স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। যার অংশ হিসেবে সর্বশেষ সংযোজন নতুন কিউরেটর টনি হেমিং। ক্রিকেট কিউরেটর ভূমিকায় বেশ পরিচিত ও বিখ্যাত এক নাম হেমিং। ক্রিকেট টার্ফ ও মাটি প্রস্তুত বিষয়ে দীর্ঘ অভিজ্ঞা রয়েছে তার। পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক ক্রিকেটের মাটি-বিষয়ক উপদেষ্টা ও পরামর্শকের দায়িত্বও পালন করেন তিনি।

শুধু তাই নয়, আইসিসির হয়েও কাজ করেছেন তিনি। আইসিসির ক্রিকেট অ্যাকাডেমি ও দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের হেড কিউরেটর ছিলেন হেমিং। পাশাপাশি ওমান ক্রিকেট অ্যাকাডেমির আইসিসির পিচ-বিষয়ক পরামর্শ হিসেবেও কাজ করেছেন এই অস্ট্রেলিয়ান। দীর্ঘ ৩৫ বছরের ক্যারিয়ারে পার্থের অপটাস স্টেডিয়ামের এরিনা ম্যানেজার ও সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

পদচারণা রয়েছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) কাজ করেছেন হেমিং। সর্বশেষ গত বছর পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কাজ করেন টনি। পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে লাহোর টেস্টের আগে পিসিবির সাথে ১০ দিনের চুক্তিতে ছিলেন তিনি। তবে বাংলাদেশে ঠিক কোথায় ও কিভাবে কাজ করবেন হেমিং, তা এখনো জানা যায়নি।