নওগাঁয় স্বামীকে হত্যা করে পালালেন স্ত্রী
প্রথম নিউজ, নওগাঁ: নওগাঁ শহরের একটি বাসা থেকে মিলন (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে শহরের দয়ালের মোড়ের পাশে বউ বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিলন শহরের চকমুক্তার মহল্লার মৃত আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১২টার দিকে নওগাঁ শহরের বউ বাজার এলাকার মোজাম্মেল হক নামের এক ব্যক্তির বাসায় মিলন ও শারমিন নামে এক নারী নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ভাড়া নেন। পরে রাতের কোনো একসময় মিলনকে গলা কেটে হত্যার পর পালিয়ে যান শারমিন। বাসার জানালা খোলা থাকলেও মূল দরজায় তালা দেওয়া ছিল। প্রতিবেশীরা নতুন ভাড়াটিয়ার খোঁজ নেওয়ার জন্য রাত ৯টার দিকে দরজা বন্ধ পেলে জানালা দিয়ে দেখে কেউ শুয়ে আছে। থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ এসে তালা ভেঙে দেখে ঘরে গলা কাটা মরদেহ পড়ে আছে।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, প্রযুক্তি ও নিহতের স্বজনদের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।