রণবীরকে তলব করেছে ইডি
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বলিউড তারকা রণবীর সিংকে তলব করেছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। এবার আইনি জটে পড়তে যাচ্ছেন এ নায়ক। অনলাইন গেমিং গড়াপেটাকাণ্ডে ডাক পড়ল তার। আগামী শুক্রবার (৬ অক্টোবর) ইডির দপ্তরে রণবীরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
মহাদেব অনলাইন বেটিং চক্রের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক বলিউড অভিনেতা ও গায়কের। গড়াপেটার তদন্তে নেমে তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। চলতি বছরেই সংযুক্ত আরব আমিরাতে বিয়ে করেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপের প্রচারক সৌরভ চন্দ্রকর। গত ফেব্রুয়ারিতে তার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা। একই সময়ে মহাদেব অ্যাপের সাফল্য উদযাপনেও পার্টি করেছিলেন সৌরভ। সেখানেও বসেছিল বলিউড তারকাদের আসর।
মহাদেব অ্যাপের প্রচারকের সঙ্গে তাদের সমীকরণ নিয়ে তারকাদের প্রশ্ন করতে চায় ইডি। পাশাপাশি অনলাইন গেমিংকাণ্ডে গড়াপেটা সম্পর্কে তারা জানতো কি না, সে বিষয়েও তথ্য অনুসন্ধানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, রণবীর ছাড়াও ইডির স্ক্যানারে রয়েছেন অন্তত ১৫-২০ জন তারকা। সেই তালিকায় নাম রয়েছে গায়ক আতিফ আসলাম, রাহত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিংহ, নেহা কক্কর। রয়েছেন টাইগার শ্রফ, এলি আব্রাম, সানি লিওনি, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরত ভারুচার মতো অভিনেতারাও। ইডির স্ক্যানারে রয়েছেন কৌতুকাভিনেতা ভারতী সিংহ, কৃষ্ণা অভিষেকও।
ইডি মহাদেব অ্যাপের অনলাইন বেটিং কাণ্ডের তদন্তে নেমে একাধিক রাজ্যের পুলিশ বিভাগে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী, হাওয়ালার মাধ্যমে ১১২ কোটি রুপি দেওয়া হয়েছিল একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। সেখানেই শেষ নয়। আরও ৪২ কোটি রুপি খরচ করা হয়েছিল হোটেল বুকিংয়ের জন্য। এ রুপিতে সেই খরচ মেটানো হয়েছিল বলে জানা গেছে।