নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট হলেন বোলা আহমেদ
পূর্ব আফ্রিকার দেশ নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী বোলা আহমেদ তিনুবু
প্রথম নিউজ, ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী বোলা আহমেদ তিনুবু। গত ২৫ ফেব্রুয়ারি দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। তিন দিন ভোট গণনা শেষে বুধবার বোলাকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।
বোলা আহমেদ প্রেসিডেন্ট হওয়ার মাধ্যমে নাইজেরিয়ার বর্তমান ক্ষমতাসীন দল অল প্রগ্রেসিভ কংগ্রেসের (এপিসি) ক্ষমতা আরও শক্তিশালী হলো।
আফ্রিকার বৃহৎ তেল উৎপাদনকারী নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ছিলেন এপিসির মুহাম্মদ বুহারি। তার আমলে নাইজেরিয়ানদের অবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি। ফলে সমস্যায় জর্জরিত একটি দেশের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন বোলা।
প্রেসিডেন্ট হওয়ার আগে নাইজেরিয়ার বাণিজ্যক নগরী লাগোসের গভর্নর ছিলেন বোলা। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, বোলা আহমেদ ৮৭ লাখ ৯ হাজার ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আতিকু আবুবকর পেয়েছেন ৬৯ লাখ ৮ হাজার ভোট। আর তৃতীয় সর্বোচ্চ ৬১ লাখ ভোট পেয়েছেন পিটার ওবই।
৭০ বছর বয়সী বোলা এবং ৭৬ বছর বয়সী আবুবকর নাইজেরিয়ার রাজনৈতিক অভিজাত শ্রেণীর প্রতিনিধিত্ব করেন। অপরদিকে পিটার অবই একজন সংস্কারবাদী মানুষ। দেশটির তরুণদের মাঝে পিটার বেশ জনপ্রিয় ছিলেন। কিন্তু তা সত্ত্বেও নির্বাচনে তৃতীয় হয়েছেন তিনি।
এদিকে নাইজেরিয়ার এবারের প্রেসিডেন্ট নির্বাচনের পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ছিল। তবে নির্বাচনের ফলাফল প্রকাশে ধীরগতির কারণে অনেকের মাঝে অসন্তোষ তৈরি হয়।
নির্বাচন শান্তিপূর্ণ হলেও দেশটির প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলো ইতোমধ্যে ফলাফল প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, ক্ষমতাসীন দলের প্রার্থী সবার উপরে থাকার বিষয়টি নির্দেশ করছে, ফলাফলে কারচুপি করা হয়েছে। তবে নির্বাচন কমিশন এ দাবি প্রত্যাখ্যান করেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: