ধর্মঘট উপেক্ষা করে বরিশাল শহরের সর্বত্র বিএনপির নেতাকর্মীরা

ধর্মঘট উপেক্ষা করে বরিশাল শহরের সর্বত্র বিএনপির নেতাকর্মীরা
ধর্মঘট উপেক্ষা করে বরিশাল শহরের সর্বত্র বিএনপির নেতাকর্মীরা

প্রথম নিউজ, বরিশাল: ধর্মঘটের কারণে বরিশালে লঞ্চ, বাস, স্পীড বোট, মাইক্রোবাসসহ তিন চাকার সকল যান চলাচল বন্ধ রয়েছে। এক কথায় অবরুদ্ধ বরিশাল। তারপরও পুরো বরিশাল এখন বিএনপির নেতা-কর্মীদের পদচারনায় মুখর। একদিন আগেই সমাবেশস্থল বেলস পার্ক পরিপূর্ণ। রাস্তা-ঘাট কিংবা হোটেল সব স্থানে এখন বিএনপি নেতা-কর্মীরা। আগামীকাল বিএনপির বিভাগীয় সমাবেশে ধারণার চেয়েও বেশি জনসমাগম হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি নেতাকর্মীরা। ধর্মঘটের ঘোষণা দেয়ার পরপরই মূলত বরিশালে জনসমাগম বাড়তে থাকে। ভোলা থেকে আসা নুরুন্নবি আহসান জানান, তারা বড় একটি গ্রুপ নিয়ে প্রথমে ঢাকা গিয়েছেন। তারপর ঢাকা থেকে লঞ্চ যোগে বরিশাল এসেছেন। ভোলা থেকে লঞ্চ ঘাট এলেই হয়রানী মারধোরের শিকার হতে হচ্ছে-একারণেই তারা ঢাকা বরিশাল রুট বেছে নিয়েছেন। একইভাবে মেহেন্দিগঞ্জের নেতাকর্মীরা অনেকে ঢাকা হয়ে বরিশাল এসেছেন।

বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার, এবায়েদুল হক চান, মেজবাউদ্দিন ফরহাদের বাড়িতে গতকাল থেকেই চলছে রান্নার আয়োজন। আগত নেতা-কর্মীদের এক বেলা খাবার দিতে আরও অনেক বাসায় রুটি ভাজি তৈরি হচ্ছে। নগরীর ৫ তারা হোটেল থেকে নিন্মমানের হোটেলেও কোন আসন খালি নেই। সবগুলোতে বিএনপি নেতা-কর্মীরা ২/৩দিন যাবৎ থাকছেন। ওদিকে আজ থেকে বরিাশলে চলছে পরিবহন ধর্মঘট। বাস থেকে অটো কিংবা মাইক্রোবাস সব বন্ধ। রাস্তা ঘাটে গাড়ি নেই বললেই চলে। চলছে রিকসা। তবে পথঘাটে মানুষ আর মানুষ। সবাই হাটছেন। কারো হাতে ব্যাগ। কেউবা খালি হাতে। হোটেল, চায়ের দোকানে জটলা। বিএনপি অফিসের সামনে নেতা-কর্মীরা আলাপ আলোচনায় ব্যস্ত। শতাধিক স্থানে চলছে রান্নার আয়োজন। এক একটি জেলা বা উপজেলার লোকজন ভাগ হয়ে রান্নায় ব্যস্ত। ধর্মঘট তাদের কোনভাবেই সমাবেশে যোগদানে আটকে রাখতে পারেনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom