ধানমণ্ডিতে ব্যাপক সংঘর্ষ
সাইন্সল্যাবে অবস্থানরত শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান চালানোর সময় আওয়ামী লীগের পার্টি অফিস থেকে আগত নেতাকর্মীরা তাদের উদ্দেশে ইট পাটকেল ছোড়ে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: রাজধানীর ধানমণ্ডিতে আন্দোলনরত শিক্ষার্থীর সঙ্গে আওয়ামী লীগের ব্যাপক সংঘর্ষ চলছে। সাইন্সল্যাবে অবস্থানরত শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান চালানোর সময় আওয়ামী লীগের পার্টি অফিস থেকে আগত নেতাকর্মীরা তাদের উদ্দেশে ইট পাটকেল ছোড়ে। এতে মুহূর্তেই রণক্ষেত্রের রূপ নেয় পুরো ধানমণ্ডি, সিটি কলেজ, বিজিবি সদর দপ্তর এলাকা, জিগাতলা । আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে আওয়ামী লীগ কর্মীদের শট গান দিয়ে একাধিক গুলি, ককটেল বিস্ফোরণ করতে দেখা গেছে।