ধানবোঝাই নৌকায় বজ্রাঘাত, প্রাণ গেলো মাঝির
প্রথম নিউজ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ধর্মপাশায় ধান বহনকারী নৌকায় বজ্রাঘাতে ওমর ফারুক নামের এক মাঝির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে বাদেহারিপুর গ্রাম থেকে ধান কিনে মধ্যনগরে আড়তে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। এ সময় ঝড়বৃষ্টি শুরু হলে নৌকায় বজ্রাঘাত হয়। এ সময় নৌকার সামনে থাকা ফারুক নদীতে পড়ে যান। পরে এলাকাবাসী ঝলসানো অবস্থায় নদী থেকে ফারুকের লাশ উদ্ধার করে। নৌকায় থাকা আরও তিনজন আহত হন।
ধর্মপাশা থানার ওসি মিজানুর রহমান বলেন, ধান ব্যবসায়ীর নৌকায় চলন্ত অবস্থায় বজ্রাঘাত হয়। এতে একজনের মৃত্যু হয়েছে।