দোহারে জেলেদের হামলায় ৭ নৌ-পুলিশ সদস্য আহত
প্রথম নিউজ, অনলাইন: ঢাকার দোহারের পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চলাকালে নৌ-পুলিশের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দোহারের কুতুবপুর নৌ-পুলিশের ইনচার্জসহ আহত হয়েছেন ৭ পুলিশ সদস্য। আজ সকালে এ হামলার ঘটনা ঘটে।কুতুবপুর নৌপুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে দোহারের পদ্মা নদীতে অভিযান চালায় নৌ-পুলিশ। রোববার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার নারিশা জোয়ার এলাকায় মাছ ধরার সময় জেলেদের ধাওয়া করে ঢাকা জেলা নৌপুলিশের এএসপি মো. হাসানের নেতৃত্বে একটি দল। হঠাৎ জেলেদের সংঘবদ্ধ দল নারিশা জোয়ার এলাকার নদীর পাড় থেকে অতর্কিত হামলা চালায় নৌ পুলিশের ওপরে। পরে পুলিশ তাদের ধরতে এগিয়ে গেলে শ্রীনগরের বাঘড়া পয়েন্টে তাদের উপর ফের হামলা করে জেলেরা। এসময় জেলেদের হামলায় দোহারের কুতুবপুর নৌপুলিশের ইনচার্জ মোমেনুর রহমান সহ সাত পুলিশ সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কুতুবপুর নৌ পুলিশের ইনচার্জ মোমেনুর রহমানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়। এছাড়া আহত অন্যান্য পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে কুতুবপুর ফাঁড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
খবর পেয়ে নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস দোহার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews