দেশের ৬০ ভাগ যুবক বেকার: চরমোনাই পির
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব আজ হুমকির মুখে। যে কোনো সময় আমরা শতভাগ পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে যাবো।
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব আজ হুমকির মুখে। যে কোনো সময় আমরা শতভাগ পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে যাবো।
মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার ভূইগড় এলাকায় ফোর স্টার কমিউনিটি সেন্টারে ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চরমোনাই পির আরও বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, আজ প্রায় ৬০ ভাগ যুবক বেকার। যার দরুণ আজ তারা অপরাধের সঙ্গে জড়িত। সরকারের কাছে অনুরোধ অতিদ্রুত বেকারমুক্ত সমাজ গড়তে ঘুস ও দুর্নীতিমুক্ত সরকার ব্যবস্থা করুন।’
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আনোয়ার হোসাইন জিহাদী, জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews