দিল্লিতে যৌনকর্মীদের ক্লিনিক
এই ক্লিনিকে রুটিন চেকআপ করা হবে। এর প্রেক্ষিতে প্রয়োজনীয় সেবা দেয়া হবে।
প্রথম নিউজ, ডেস্ক: দিল্লির জি বি রোডে অবস্থিত নিষিদ্ধপল্লীর যৌনকর্মী ও তাদের পরিবারের জন্য প্রথম স্বাস্থ্যসেবা বিষয়ক ক্লিনিক খোলা হয়েছে রোববার। এই ক্লিনিকে রুটিন চেকআপ করা হবে। এর প্রেক্ষিতে প্রয়োজনীয় সেবা দেয়া হবে। নাগরিক সমাজের কিছু গ্রুপ এই উদ্যোগ শুরু করেছে। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। যৌনকর্মী শালীনি (পরিবর্তিত নাম)। তিনি বলেছেন, এই স্বাস্থ্যকেন্দ্র তাদের কলঙ্কিত জীবনে সহায়ক হবে। শহরের অন্য অংশে ক্লিনিকে গেলে তাকে যে লজ্জার মুখোমুখি হতে হয়, বিব্রতকর অবস্থায় পড়তে হয়- এই ক্লিনিক হওয়ার ফলে তা থেকে মুক্তি পাবেন তিনি ও তার মতো অন্যরা। তিনি বলেন, শুধু সাধারণ মানুষই নয়। চিকিৎসকরা পর্যন্ত যখন জানতে পারেন তারা যৌনকর্মী, অমনি ভিন্ন আচরণ দেখান।
উৎকর্ষ ইনিশিয়েটিভের সহযোগিতায় এই ক্লিনিক শুরু করেছে এনজিও সেবা ভারতী। এখানে থাকবেন সাতজন ডাক্তার। দিল্লিতে সেবা ভারতির জেনারেল সেক্রেটারি সুশীল গুপ্ত বলেন, বছরের শুরুতে আমরা এই ক্লিনিক উদ্বোধন করেছি যাতে সমাজের চোখে অচ্ছুত এই গোষ্ঠীটি সেবা পায়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews