দিনাজপুরে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

 দিনাজপুরে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

প্রথম নিউজ, দিনাজপুর : দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলাম (৩৭) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

রবিউল ইসলাস দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দুবলগাছি গ্রামের জমির উদ্দিনের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রবিউল ইসলাম ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দিনাজপুরে গ্রামের বাড়িতে যান। সেখান থেকে তাকে ২২ অক্টোবর দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থান অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। মঙ্গলবার দিনগত রাত ৩টার সময় তার মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. এ এইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত চারজনের মৃত্যু হলো।