দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
উপজেলার দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে
প্রথম নিউজ, চুয়াডাঙ্গা : উপজেলার দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো– ওই গ্রামের তরিকুল ইসলামের ছেলে মাদ্রাসাছাত্র শিহাব (৭) এবং একই এলাকার হবির ছেলে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র হুসাইন (৮)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে দিঘির পানিতে গোসল করতে যায় শিহাব ও হুসাইন। ধারণা করা হচ্ছে, তারা দিঘির ওপর থেকে পানিতে লাফ দিলে নিচে কাদায় আটকে যায়। পরে অন্য শিশুরা গোসলে নামে। তাদের পায়ে ওই দুই শিশুর মরদেহের স্পর্শ লাগলে ভয়ে পানি থেকে উঠে পড়ে। তাদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসে। পরে পানিতে নেমে হুসাইন ও শিহাবকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।