দোকানের শেষ দুটি লটারির টিকিট কিনেই বাজিমাত

ডায়মন্ড ৭-এর স্ক্র্যাচ-অফ টিকিট দুটি কিনেছিলেন তিনি। আর তাতেই খুলে গেলো সৌভাগ্যের দরজা। শেষ পর্যন্ত ৪ মিলিয়ন ডলার শীর্ষ পুরস্কার জিতে নিলেন তিনি।

দোকানের শেষ দুটি লটারির টিকিট কিনেই বাজিমাত
দোকানের শেষ দুটি লটারির টিকিট কিনেই বাজিমাত

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে স্থানীয় একটি দোকানে শেষ পড়ে থাকা মাত্র দুটি লটারির টিকিট কিনেছিলেন এক ব্যক্তি। ডায়মন্ড ৭-এর স্ক্র্যাচ-অফ টিকিট দুটি কিনেছিলেন তিনি। আর তাতেই খুলে গেলো সৌভাগ্যের দরজা। শেষ পর্যন্ত ৪ মিলিয়ন ডলার শীর্ষ পুরস্কার জিতে নিলেন তিনি। UPI রিপোর্ট অনুসারে, ম্যাকম্ব কাউন্টির ৪২ বছর বয়সী এই ব্যক্তি বলেছেন যে তিনি ব্যাড অ্যাক্স শহরের দোকানে গিয়েছিলেন যাতে তিনি আগে যে টিকিট কিনেছিলেন তার থেকে কিছু নগদ টাকা জিততে পারেন। তিনি মিশিগান লটারি কর্মকর্তাদের বলেছিলেন, সেইসময়ে তিনি ২০ ডলার এবং ৩০ ডলারের দুটি টিকিট কেনেন। কারণ তাঁর কাছে তখন এর থেকে বেশি টাকা ছিলো না। এই টাকা দিয়েই তিনি কাউন্টার থেকে দুটি ডায়মন্ড ৭ এর টিকিট কেনেন, দোকানে এই দুটি টিকিটই মাত্র পড়েছিলো। টিকিট কেনার পর তিনি বারকোডগুলি স্ক্র্যাচ করে ক্লার্ককে সেগুলি স্ক্যান করতে বলেন। স্ক্যান করার পর তিনি দেখতে পান ৪ মিলিয়ন ডলার জিতেছেন যা দেখে হতবাক হয়ে যান।

এটিই ছিলো সর্বোচ্চ পুরস্কার। বিজয়ী হবার খবর শুনে আল্হাদে আটখানা হয়ে ছুটোছুটি শুরু করেন দেন তিনি। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না। এই অর্থ দিয়ে তিনি একটি নতুন বাড়ি কিনতে চান। বাকিটা জমিয়ে রাখতে চান। এতো বড়ো অংকের টাকা জেতার পর বিজয়ী বলছেন তিনি এটিকে ভগবানের আশীর্বাদ হিসেবে দেখছেন। এর আগে, একজন ম্যাসাচুসেটসের ব্যক্তি ১৯ কোটি টাকার লটারি পুরস্কার জিতেছিলেন। রেমন্ড রবার্টস সিনিয়র তার লটারির সংখ্যা বাছাই করতে জন্মদিন এবং বার্ষিকীর সংমিশ্রণ ব্যবহার করে  বছরে ২৫ হাজার ডলার পর্যন্ত  জিতেছেন — তাও আবার ছয়বার। সূত্র : এনডিটিভি

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom